ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ পুলিশের ফোকাল পারসন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বাংলাদেশ পুলিশের ফোকাল পারসন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান কথা বলছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (চাকরিচ্যুত) খান সাঈদ হাসান

ঢাকা: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই গা ঢাকা দিয়েছেন। চেইন অব কমান্ড ভেঙে গেছে।

তাই তাদের সঙ্গে যোগাযোগ করতে পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে ফোকাল পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে।  

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেনে পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ পুলিশের ডিআইজি (চাকরিচ্যুত) খান সাঈদ হাসান।

তিনি নির্যাতিত ও নৃশংস, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পক্ষে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, পুলিশে কমান্ড দেওয়ার মতো এখনো কেউ নেই। পুলিশ সদস্যদের যোগাযোগের জন্য তাকে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ পুনর্গঠন করে স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।