ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সকালে অফিসে গিয়ে দেখি কেউ নেই, পরে বাসায় চলে এসেছি: হারুন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
সকালে অফিসে গিয়ে দেখি কেউ নেই, পরে বাসায় চলে এসেছি: হারুন  মোহাম্মদ হারুন অর রশীদ (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপসঃ) মোহাম্মদ হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছে সেনাবাহিনীর হাতে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেননি বলে দাবি করেছেন পুলিশের ওই কর্মকর্তা।

 

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে তার সঙ্গে মোবাইলফোনে কথা হলে তিনি এ তথ্য জানান।

ফোনকলে তার কাছে জানতে চাওয়া হয় আপনি না-কি আটক হয়েছেন? জবাবে তিনি বলেন, আমি সকালে অফিস গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কেউ নেই, পরে আমি বাসায় চলে এসেছি।  

তার দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা বলেন, আপনারা (সংবাদকর্মী) বলছেন, আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি! এ ধরনের কিছু বলছেন না-কি? আমি কালকে কেমনে যামু? গতকালই তো ফ্লাইট বন্ধ ছিল। ফ্লাইট তো আজকে থেকে শুরু হয়েছে। তা আমি কালকে কীভাবে যাবো? এটা তো রিউমার।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।