ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গ্রামে বেড়াতে গিয়ে বিলে গোসলে নেমে দাদি-নাতনির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
গ্রামে বেড়াতে গিয়ে বিলে গোসলে নেমে দাদি-নাতনির মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে বিলের পানিতে গোসল করতে নেমে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।  

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কলিয়া উত্তরপাড়ার খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তাদের নাতনি খাদিজা (১২)। গ্রামের বাড়ি এখানে হলেও তারা ঢাকায় বসবাস করতেন।

জানা যায়, গত দুদিন আগে সুফিয়া বেগম পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। রোববার দুপুরে দুই নাতনিকে সঙ্গে নিয়ে মরাবিলের পাড়ে পানি দেখতে যান তিনি। এসময় সুফিয়া ও নাতনি খাদিজাকে নিয়ে গোসলে নামেন। একপর্যায়ে তারা দুজনই পানিতে ডুবে যান। এসময় পিকনিকের একটি নৌকার লোকজন দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন। পরে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এসএম রাফিউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।