ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার বিচারসহ ৪ দফা দাবিতে জামালপুরে শিক্ষার্থীদের লং মার্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
শেখ হাসিনার বিচারসহ ৪ দফা দাবিতে জামালপুরে শিক্ষার্থীদের লং মার্চ

জামালপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ‘নির্দেশদাতা’ শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারসহ চার দফা দাবিতে জামালপুরে লং মার্চ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জামালপুরের আশেক মাহমুদ কলেজে জমায়েত হওয়ার পর সেখান থেকে লং মার্চ নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে সমাবেশ করে আন্দোলনকারীরা।

সেখানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার ও সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের পরিকল্পিত হত্যাসহ চার দফার দাবি জানান বক্তারা।  

এছাড়া ছাত্র-জনতার ওপর করা মামলা অপসারণ করে সেই প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।  

সমাবেশে বক্তব্য রাখেন, সমন্বয়ক আব্দুর রহিম রবিন, আবির সৌরভ, আহসান আবিদ, সাফায়াত তুজ্জ, দিয়া ও মাহি।

দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।