ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আইন অনুযায়ী কাজ করলে দুর্নীতি এমনিতে কমে যাবে: হাসান আরিফ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
আইন অনুযায়ী কাজ করলে দুর্নীতি এমনিতে কমে যাবে: হাসান আরিফ

ঢাকা: আমরা যদি আইন অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু দুর্নীতি স্বাভাবিকভাবে থাকবে না বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট)  সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টার অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি৷

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ফাঁকফোকর দিয়ে যে দুর্নীতি হয়ে গেছে সেটা হয়ে গেছে৷ কিন্তু আগামীতে এমন হলে আমার নজরে নিয়ে আসবেন৷ অন্তত মূলনীতিটি যদি আমরা ঠিক করে দিয়ে যেতে পারি এবং সে ধারাবাহিকতায় চললে তাহলে বিশ্বাস আগামীতে দুর্নীতি কমে আসবে৷ দুর্নীতি একেবারে নির্মূল হয়তো সম্ভব হয় না৷ তবে প্রিন্সিপালটা ঠিক করতে পারলে দুর্নীতির এ জায়গাটা অনেকটা সীমিত হয়ে যাবে৷ আমাদের সামনে 'টাস্ক' অনেক বড়৷ অনেক দিনের জঞ্জাল জমে আছে৷ এটা একদিন এক-দুই দিনে ঠিক হবে না৷ সবার সহযোগিতা থাকলে এটা ধাপে ধাপে সমাধান হবে৷

তিনি আরও বলেন, কোনো পদক্ষেপ সঠিক হয়নি এমন বিবেচনা থাকলে সেটা আমাদের জানালে আমরা পুনরায় বিবেচনা করব৷ প্রতিটি জায়গাতেই পদক্ষেপ নেওয়া হবে৷ কোথায় বাজেট কত এবং কতদূর অগ্রসর হয়েছে সেগুলোতে নজরদারি করা হবে৷ যখনই আমার কাছে ফাইল নিয়ে আসা হয় (প্রকল্পের ফাইল) সেগুলো আমি নিজে খুঁটিনাটি দেখে এরপর সই করি৷ অভিযোগ আছে যে প্রকল্প হচ্ছে দুর্নীতি ও অপচয়ের একটা জায়গা৷ কেউ যদি এসে বলে প্রকল্পের সবকিছু ঠিক আছে স্যার সই করে দেন, কিন্তু আমি সই করি না৷

উপদেষ্টা আরও বলেন, আমরা যদি আইন অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু দুর্নীতি এমনিতেই থাকবে না৷ আইনে আছে যে আপনি ১০০ টাকার কাজের ১০০ টাকারই কাজ করবেন৷ কিন্তু সেখানে যদি আমি ৩০ টাকা ভাগাভাগি করে নেই তাহলে সেখানে থাকল মাত্র ৭০ টাকা৷ আইনে তো এমন বলা নেই যে ১০০ টাকা দিলে আপনি ৭০ টাকার কাজ করবেন এবং বাকি ৩০ টাকা দিয়া আনন্দ-ফুর্তি করবেন৷ সুতরাং আমরা যদি আইনের মধ্য থেকে কাজ করি তাহলে দুর্নীতিতে বড় একটা বাধা আসবে৷ আইন থেকে বিচ্যুত হলেই এটা প্রশ্নবিদ্ধ হবে৷ 

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, যেখানে একটি বড় বাজেট থাকে এবং কর্মকাণ্ড থাকে সেখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়ে যায়৷ পথ খুলে যায়৷ সে জায়গাগুলো বন্ধ করা আমাদের জরুরি প্রয়োজন৷ যারা সরাসরি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা দেখে দেখে ব্যবস্থা নেব৷ 

বাংলাদেশ সময়: ১৬৫৭  ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।