ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মারধর ও বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে প্রধান আসামি, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদি হয়ে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৩০ আগস্ট রাত ৮টার দিকে আসামিরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের মারধর, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে।

এছাড়া সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ পাঁচজনের হুকুমে আসামিরা বোমা ও ককটেল বিস্ফোরণ করে বিএনপি কার্যালয়ের টিভি ও সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যায়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলমান।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।