ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী: দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সেসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে নরসিংদীতে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।

মানববন্ধনে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন-  নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুল হক পলাশ, সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, নরসিংদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নরসিংদী প্রতিনিধি সঞ্জিত সাহা, আজকের পত্রিকার নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, দৈনিক কালের কণ্ঠের নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার, সময় টিভির স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, নিউজ টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি হ্নদয় খান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণ, এখন টিভির জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা লেখনীর মাধ্যমে সমাজের দুর্নীতি, অনিয়ম অত্যাচার তোলে ধরেন। তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকেন। এই ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে সমাজের দুর্নীতি ও অপরাধীদের চক্ষু স্থূল হতে হয়। তারা সাংবাদিকদের ওপর বার বার আঘাত করেছে। এবার দুর্বৃত্তরা দেশের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ ইষ্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা চালিয়ে ভবনের গ্লাসসহ প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় সংবাদকর্মীরা আতঙ্কে সময় পার করেছেন।  

তার আরও বলেন, স্বাধীন বাংলাদেশে এ ধরনের ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। সিসি ক্যামেরায় দুর্বৃত্তের দেখা গেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর কোনো হামলা সাংবাদিক সমাজ মেনে নেবে না। প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে শতাধিক দুর্বৃত্ত বসুন্ধরা আবাসিক এলাকার ইষ্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা অফিসে সব কাচের দেওয়াল ভেঙে ফেলে। ভবনের বাহিরে রাখা গাড়িগুলোতে ভাঙচুর চালায়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।