ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ত্রাণ কার্যক্রম পরিদর্শনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
ত্রাণ কার্যক্রম পরিদর্শনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত

ঢাকা: আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।  

শুক্রবার ( ২৩ আগস্ট) রাষ্ট্রদূত এ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক হ্যান্ডলে এক পোস্টে লেখেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন। আমাদের বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।  

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে বলে মনে করেন তিনি।  

বাংলাদেশের ১২ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।