ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাণ-আরএফএল কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
প্রাণ-আরএফএল কারখানায় আগুন

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লাগার খবর পাওয়া গেছে।  

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকার এই পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাশ ফায়ার সার্ভিস ও পার্কের শ্রমিকরা জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশন, নরসিংদী ও মাধবদীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। পরে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে এলেও পিএইচ ফোম শাখা আগুনে পুড়ে যায়।

ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক ফজলে রাব্বির সঙ্গে তার মোবাইলফোন নম্বরে সন্ধ্যায় কল করে তিনি রিসিভ না করায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান,তদন্ত সাপেক্ষে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।