ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিচ্ছে সৌদি আরব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিচ্ছে সৌদি আরব

ঢাকা: বাংলাদেশে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সহায়তা দিচ্ছে ঢাকার সৌদি আরব দূতাবাস। রোববার (১ সেপ্টেম্বর) সৌদি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, সৌদি আরব দূতাবাস বন্যা দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন- চাল, গুড়, খেজুর, বিশুদ্ধ পানি, প্যারাসিটামল ট্যাবলেট, স্যালাইন ও মোমবাতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতিটি খাবারের ঝুড়ির ওজন সাড়ে ৭ কেজি। বন্যাকবলিত এলাকায়  মানুষকে সহায়তার জন্য এসব সামগ্রী সরবরাহ করা হচ্ছে। সৌদি দূতাবাস আশা করে, এ কঠিন পরিস্থিতিতে এ সহায়তা বন্যাকবলিত মানুষের উপকারে আসবে।  

সৌদি দূতাবাস বলেছে, আমরা বন্যা দুর্গত মানুষের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি এবং আন্তরিকভাবে আশা করছি যে বাংলাদেশ শিগগিরই এটি কাটিয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।