ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

নড়াইল: নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে মাদরাসায় যাওয়ার পথে ট্রাকচাপায় তাজিম হোসাইন (২০) নামে মোটরসাইকেল আরোহী এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি কোরানের হাফেজ ও লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে তাজিম হোসাইন নামে ওই যুবক মোটরসাইকেলে করে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।