ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দারুসসালামে ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
দারুসসালামে ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর দারুসসালাম এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. রইচ ব্যাপারী (৪০) নামে এক মাংস ব্যবসায়ী আহত হয়েছেন।  

বুধবার (৪সেপ্টেম্বর) সকাল সারে ৬টার দিকে দারুসসালাম টেকনিক্যাল সিএনজি পাম্পের পাশে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে রইচ ব্যাপারীর ভাতিজা মো. সায়েদ জানান, তার চাচার বাসা দারুসসালাম মাদ্রাসা গলিতে। বাবার নাম ইদ্রিস ব্যাপারী। সকালে বাসা থেকে রিকশায় করে গাবতলি হাটে যাচ্ছিল গরু কেনার জন্য। রিকশাটি টেকনিক্যাল পাম্পের কাছাকাছি পৌঁছালে চারজন ছিনতাইকারী তার ডান পায়ে পিস্তলের একটি গুলি করে এবং তার কাছে থাকা ৩ লাখ ৩১ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে দারুসসালাম এলাকা থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। তার অভিযোগ  ছিনতাইকারীরা গুলি করে তার কাছ থেকে টাকা ও মোবাইল নিয়ে যায়। তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা,সেপ্টেম্বর ৪,২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।