ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাত্র আড়াই হাজার পাওনা টাকা চাওয়ায় বাদল আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুরে এ ঘটনা ঘটে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বাদল আলী সদর উপজেলার চামাগ্রামের মঞ্জুর আলীর ছেলে।

ওসি জানান, যাদুপুরের মঈনুদ্দিন নামে এক ব্যক্তির কাছে আড়াই হাজার টাকা পেতেন বাদল। ওই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মঈনুদ্দীন লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হন বাদল। এর কিছুক্ষণ পরেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মঈনুদ্দীন পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।