ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএমপির আরও ১৭ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
ডিএমপির আরও ১৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

বদলি কর্মকর্তারা হলেন -  ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) সানা শামীনুর রহমান, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইন) মো. ফারুক হোসেন, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার, ডিএমপি উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, ডিএমপি উপ-পুলিশ কমিশনার (পিওএম-উত্তর বিভাগ)
মোহাম্মদ হারুন অর রশিদ, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তরে সংযুক্ত জুয়েল রানা, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার-পিওএম) নুরজাহান লাবনী, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন-নিরাপত্তা) এম মোবাশ্বের হোসাইন, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট-১) ডেভেলপমেন্ট বিভাগ মো. ইফতে খায়ের আলম, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম-পশ্চিম বিভাগ) জামাল আল নাসের, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি-১) মাহফুজ্জামান সরকার, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্-১) মো. তানভীর হোসেন, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট-১) এস্টেট বিভাগ মো. শওকত আলী, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআরঅ্যান্ডএইচআরডি) সাগর দিপা বিশ্বাস, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট-২) মো. জুয়েল রানা, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তরে সংযুক্ত) মো. আবদুল মালেক ও ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সংসদ ভবন-নিরাপত্তা) এ, এইচ, এম আসাদ হোসেনকে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এমএমআই/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।