ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাগরপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে মাদকাসক্ত যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৪
নাগরপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে মাদকাসক্ত যুবক নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করায় তালেব মিয়া (৩৫) নামে মাদকাসক্ত এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় জনতা।
 
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

নিহত অন্য দুজন হলেন-আবদুস ছাত্তার (৫০) এবং তার ভাতিজা আসাদুল (২৮)।  

স্থানীয়রা জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুস ছাত্তারের সঙ্গে একই গ্রামের মাদকসেবী তালেব মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তালেব সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে আবদুস ছাত্তারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপান তালেব। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।