ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

খুলনা: সম্প্রতি খুলনার পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি)।

শনিবার (৭ সেপ্টেম্বর) পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রতিটি শিক্ষার্থীকে ১টি ছাতা, ১টি পানির বোতল, ১টি স্কুল ব্যাগ, খাতা ও কলমসহ মোট ১০টি উপকরণ দেওয়া হয়।

বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হেমন্ত কুমার বৈদ্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে দাকোপ শিক্ষা পরিবারের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম তুলে ধরেন। তিনি অগণিত হৃদয়বান সংগঠনপ্রেমী দাতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে সংগঠনের সমন্বয়ক অসীম ঘরামীসহ কমিটির সদস্যদেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডিকেএসপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেমন্ত কুমার বৈদ্য (সভাপতি), অনিমেষ মন্ডল (কোষাধক্ষ্য), অলোকেশ রায় (সদস্য), অসীম ঘরামী (সমন্বয়ক), অচ্যুত প্রসাদ মিস্ত্রী (নির্বাহী সদস্য), সৌমেন মন্ডল (সদস্য), অনুপম গোলদার প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১০৬ নং উদয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরদার এবং ১৫ নং দারুণ মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ রায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।