ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত আরডিসি নাজিম হলেন ইউএনও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত আরডিসি নাজিম হলেন ইউএনও নাজিম উদ্দিন

ঢাকা: কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে গিয়ে নির্যাতনে অভিযুক্ত জেলা প্রশাসনের তৎকালীন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজিম উদ্দিনকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ করা হয়েছে।  

নাজিম উদ্দিনকে গত ৫ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে এক আদেশে নারায়ণগঞ্জ সদরের ইউএনও নিয়োগ দেওয়া হয়।

পরে শনিবার (৭ সেপ্টেম্বর) সেই আদেশ সংশোধন করে তাকে কিশোরগঞ্জের ইটনার ইউএনও করা হয়েছে।

২০২০ সালের ১৩ মার্চ কুড়িগ্রামের ওই সাংবাদিকের বাড়িতে ঢুকে তাকে নির্যাতন করা হয়। পরে জেলা প্রশাসনের অভিযানকালে তার বাড়িতে আধা বোতল মদ এবং গাঁজা পাওয়ার অভিযোগ আনা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ঘটনার জেরে ওইসময় ব্যাপক সমালোচনা হয়েছিল।

এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় তদন্ত হলে তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।