ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিটি কর্পোরেশনের ট্যাক্স অ্যাসেসমেন্ট রিভিউ বোর্ড পুনর্গঠনের নির্দেশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
সিটি কর্পোরেশনের ট্যাক্স অ্যাসেসমেন্ট রিভিউ বোর্ড পুনর্গঠনের নির্দেশ 

ঢাকা: বর্তমান প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনের রাজস্ব আহরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ট্যাক্স অ্যাসেসমেন্ট রিভিউ বোর্ড পুনর্গঠনের জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।  

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক চিঠি ইস্যু করে দেশের সব সিটি কর্পোরেশনের প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বোর্ড পুনর্গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।  

এতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনের রাজস্ব আহরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে 'সিটি কর্পোরেশন (কর) বিধি  অনুযায়ী স্ব স্ব অধিক্ষেত্রে প্রশাসক বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি বা কর্মকর্তার নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ট্যাক্স এসেসমেন্ট রিভিউ বোর্ড পুনর্গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০,২০২৪
জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।