ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

ঢাকা: ঢাকার আশুলিয়া থানার এক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের মিয়া এ রিমান্ড আবেদন করেন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে রবিউল সানি নামে এক ব্যক্তি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি জ্যোতি।

এর আগে শুক্রবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে ঢাকা জেলা পুলিশ গ্রেপ্তার করে বলে জানান পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।