ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট  আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরার শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ড ঘটে।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে রেস্টুরেন্টটি যে ভবনের নিচে, তার ওপরে আরও কিছু ফ্লোর আছে। সেখানে কেউ আটকে আছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এজেডএস/এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।