বাগেরহাট: টানা বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলাজুড়ে।
এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের উপকুলজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিরাপদে আশ্রয় নিয়েছে সাগরে থাকা মাছধরা ট্রলারগুলো।
অন্যদিকে, বৃষ্টি ও জোয়ারের পানিতে রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও কচুয়ার বেশকিছু এলাকায় মৎস্যঘের ডুবে মাছ বের হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টি আরও দু-একদিন স্থায়ী হলে এসব এলাকার বেশির ভাগ ঘের ডুবে যাবে বলে দাবি মাছ চাষিদের।
তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, প্রাকৃতিক দুর্যোগে লাগাতার বৃষ্টিতে পৌর শহরের প্রায় সব অলিগলি পানিতে তলিয়ে গেছে। তবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
বাগেরহাট শহরের রিকশাচালক রবিউল ইসলাম বলেন, দু-দিন ধরে লাগাতার বৃষ্টিতে খুবই অসহায় হয়ে পড়েছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার পরেও, বাধ্য হয়ে রিকশা নিয়ে বের হয়েছি। রাস্তা-ঘাটগুলো গর্ত হয়ে গেছে, আবার পানিতে পাকা সড়কে হওয়া গর্ত দেখাও যায় না। তারপরও পেটের তাগিতে রিকশা নিয়ে বের হয়েছি। লোকজন নেই, দু-চারজন যাত্রী যা পাচ্ছি তার আয় দিয়েই সংসার চালাতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসআরএস