ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে নিখোঁজের তিনদিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
বান্দরবানে নিখোঁজের তিনদিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় নিখোঁজের তিনদিন পর মো. মকসেদুল হক (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাতামুহুরী নদীর চম্পাতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মকসেদুল হক উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি পাড়ার বাসিন্দা মো. খোকা মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মো. মকসেদুল হকসহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় অপর দুই যুবক সাঁতার কেটে খাল পার হতে পারলেও মকসেদুল হক প্রবল স্রোতের টানে ডুবে যায়। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

পরে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরী নদীর চাম্পাতলী আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর সংলগ্ন এলাকা হয়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা মরদেহটি আটকায়। খবর পেয়ে মো. মকসেদুল হকের বলে ছোট ভাই মশিউর রহমান মরদেহটি শনাক্ত করেন।  

মৃত মকসেদুল হকের ছোট ভাই মশিউর রহমান জানান, গত শুক্রবার বিকেলে বাড়িতে ফেরার সময় পানির স্রোতের টানে ভেসে যায় মকসেদুল হক।

লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, মৃত্যুর ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় মকসেদুল হকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।