ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বন্যা: এখনও পানিবন্দি আড়াই লাখ মানুষ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
লক্ষ্মীপুরে বন্যা: এখনও পানিবন্দি আড়াই লাখ মানুষ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চলমান বন্যা পরিস্থিতিতে এখনও দুই লাখ ৩৯ হাজার ৫শ মানুষ পানিবন্দি হয়ে আছে। আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন বন্যাকবলিত এলাকার প্রায় ৫ হাজার মানুষ।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।  

এ ছাড়া এদিন সদর উপজেলার লাহারকান্দি, মান্দারী, বাঙ্গাখাঁ, দিঘলী ইউনিয়নের কয়েকটি এলাকা পরিদর্শন করেও বন্যা পরিস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ এক মাস পার হলেও এসব এলাকার কোথাও কোথাও এখনও মানুষ বন্যার পানিতে আটকা পড়ে আছে।

অন্যদিকে জেলার কমলনগরের চরকাদিরা এবং রামগতির চরবাদাম, চর রমিজ ও চরপোড়াগাছা ইউনিয়নের ভুলুয়া নদীর দুইপাড়ের লক্ষাধিক বাসিন্দা গত দেড় মাস ধরে পানিবন্দি হয়ে রয়েছে।  

গেল সপ্তাহের টানা বৃষ্টিতে দ্বিতীয় দফা বন্যার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবার খাল-বিলে নানা প্রতিবন্ধকতা থাকায় লোকালয় থেকে পানি নামতে না পারার কারণেও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। ফলে ওইসব অঞ্চলের বাসিন্দারা এখনও চরম দুর্ভোগে রয়েছে।  

সদরের মান্দারীর যাদৈয়া এলাকার বায়োবৃদ্ধ বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, জীবদ্দশায় আরও কয়েকবার বন্যা দেখেছি। তবে এতো দীর্ঘ মেয়াদি বন্যা দেখিনি। এবারই বন্যার পানি দীর্ঘ সময় ধরে আটকে আছে।  

একই এলাকার বাসিন্দা রহমান বলেন, রাস্তাঘাটের পানি এক সপ্তাহ আগে নেমে গেলেও ভারী বৃষ্টিপাতের কারণে পুনরায় পানি উঠে রাস্তাঘাট তলিয়ে যায়।  

দিঘলী ইউনিয়নের পশ্চিম দিঘলী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, বসতবাড়িতে এখনও পানি আছে। এক মাসের বেশি সময় ধরে আমরা বন্যাকবলিত।  

কমলনগরের চরকাদিরা এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, তাদের এলাকা এবং রামগতি পূর্বাংশের ভুলুয়া নদীর দুইপাড়ের লক্ষাধিক বাসিন্দা এখনো জলাবদ্ধতার কবলে পড়ে আছে। এসব লোকজন চরম মানবেতর জীবনযাপন করছে।  

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া বাংলানিউজকে বলেন, গত সাপ্তাহের বৃষ্টির কারণে দ্বিতীয় দফা বন্যা চলছে। এখনো দুই লাখ ৩৯ হাজার ৫শ মানুষ পানিবন্দি হয়ে আছে। আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন ৪ হাজার ৮০৪ জন মানুষ।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।