ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পৌরসভার ৩ কাউন্সিলর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
কুষ্টিয়ায় পৌরসভার ৩ কাউন্সিলর গ্রেপ্তার

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভার তিনজন ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপু‌রে কুষ্টিয়া পৌরসভা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১২ কার্যাল‌য়ে নি‌য়ে আসা হয়।

এ তিন কাউন্সিলর হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী।  

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান তিন কাউন্সিলরকে আট‌কের বিষয়‌টি নিশ্চিত করে‌ছেন।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাবাউদ্দিন সওদাগর ব‌লেন, বৃহস্পতিবার পৌরসভায় মা‌সিক মি‌টিং ছিল। মি‌টিংয়ে সব কাউন্সিলর উপ‌স্থিত ছি‌লেন। এর ম‌ধ্যে ক‌য়েকজন কাউন্সিলর হা‌জিরা খাতায় স্বাক্ষর ক‌রে চ‌লে যান। বেলা ৩টার দি‌কে মি‌টিং শেষ ক‌রে কাউন্সিলররা বের হ‌লে র‌্যাব তিনজন‌কে গ্রেপ্তার ক‌রে নি‌য়ে যায়। ত‌বে কেন তাদের নি‌য়ে গে‌ছে, তা জানি না।  
র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, কু‌ষ্টিয়া ম‌ডেল থানার এক‌টি হত‌্যাচেষ্টা মামলায় তা‌দের গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।