ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় জমজমাট কাওয়ালি সন্ধ্যা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
খুলনায় জমজমাট কাওয়ালি সন্ধ্যা 

খুলনা: সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ প্রাঙ্গণে কাওয়ালি গানের যেন জোয়ার বইতে শুরু করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে খুলনাও অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট কাওয়ালি সন্ধ্যা।

 

ঐতিহ্যবাহী টাইফুন শিল্পগোষ্ঠীর আয়োজনে নগরীর শিববাড়ির মোড়ের জিয়া হল চত্বরে রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শুরু হয় কাওয়ালি গান। যা চলে রাত ১০টা পর্যন্ত। যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 

‌‘কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদিসহ বিভিন্ন কাওয়ালি, নাশিদসহ কবিতা আবৃত্তি করা হয়।

এ সময় কাওয়াল ঝঙ্কারে পুরো মুক্তমঞ্চ আন্দোলিত হয়। দর্শকদেরও সুরে আচ্ছন্ন হয়ে মাথা ঝাঁকিয়ে তাল তুলতে দেখা যায়। কাওয়ালি সংগীত উপভোগ করতে মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিড় জমান। তারা উৎফুল্ল এবং আনন্দের সঙ্গে কাওয়ালি উপভোগ করেন।

আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রেখে নিহতদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন। টাইফুন শিল্পী গোষ্ঠী, সাধারণ শিক্ষার্থীসহ পরিচিতজনেরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।