ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যৌথ অভিযানে মোংলা-ভোলায় বিপুল অস্ত্র উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
যৌথ অভিযানে মোংলা-ভোলায় বিপুল অস্ত্র উদ্ধার

ঢাকা: যৌথ অভিযানে মোংলা ও ভোলায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নৌবাহিনী সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড মোংলা ও ভোলায় যৌথ অভিযান চালায়।  

এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে যৌথ অভিযান চালানো হয়।  

অভিযানকালে মোংলা উপজেলার ১ নম্বর ওয়ার্ড মোংলা পোর্ট পৌরসভা সংলগ্ন এলাকা থেকে সাদ্দাম হোসেন (৩৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।  

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি শটগান, একটি বিদেশি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোনসহ তার বড় ভাই ফিরোজ আহমেদকে (৩৭) আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জব্দ অস্ত্রসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়।  

এদিকে, গত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট দৌলতখান উপজেলার ৫ নম্বর দক্ষিণ জয়নগর ইউনিয়নে অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন, মো. সোহেল ও মো. হাসানকে আটক করে।

তাদের নেতৃত্বে একটি ডাকাতদল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম করে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল।

অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫টি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।