ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএমপির ৫ ডিসির বদলি-পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
ডিএমপির ৫ ডিসির বদলি-পদায়ন

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি-পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ক্রাইম) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে সদর দপ্তরে এবং উপ-কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।  

উপ-কমিশনার (পিওএম-পশ্চিম) এম তানভীর আহমেদকে উপ-কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ), উপ-কমিশনার (পিওএম-উত্তর) মোহাম্মদ হারুন অর রশিদকে উপ-কমিশনার (পিওএম-পশ্চিম) করা হয়েছে।  

আর উপ-কমিশনার (অপারেশনস) মো. রফিকুল ইসলামকে উপ-কমিশনারের (ক্রাইম) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।