ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খানসামা উপজেলায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের ওপর হামলা, থানায় অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
খানসামা উপজেলায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের ওপর হামলা, থানায় অভিযোগ 

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাদী হয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের খানসামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) সাবেক প্রধান শিক্ষক অবসর গ্রহণ করলে প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়। এতে ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে উপজেলার টংগুয়া মাঝাপাড়ার শচীন্দ্রনাথ রায়ের ছেলে লিটন চন্দ্র রায় (৪৫), টংগুয়া পুকুরপাড়ার মৃত বছির উদ্দীনের ছেলে মতিয়ার রহমান (৬০) ও মিজানুর রহমান (৪৫) প্রতিষ্ঠান চলাকালে বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সব শিক্ষক/কর্মচারীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মনমোহন (বিএসসি) তাদের বাধা দিলে মতিয়ার রহমান পায়ের স্যান্ডেল খুলে তাকে মারধর করেন। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের ও সহকারী শিক্ষক হরিকেশর বর্মন, মনমোহন বর্মনকে রক্ষার জন্য এগিয়ে গেলে অভিযুক্তরা তাদেরও মারধর করেন। পরে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যান।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।