ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
গুলশানে জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন আটক

ঢাকা: রাজধানীর গুলশানে দুজনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (০১ অক্টোবর) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বুধবার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

এর আগে ২৮ সেপ্টেম্বর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ  গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২১ নম্বর প্লটে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুজনের মরদেহ পাওয়ার খবর জানান।  

নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তাদের কুপিয়ে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এজেডএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।