ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকায় মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
ঢাকায় মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত

ঢাকা: ঢাকার ভারতীয় হাইকমিশনের উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী (গান্ধী জয়ন্তী) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, এই অনুষ্ঠান মহাত্মা গান্ধী এবং ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বিনীত উপায়। মহাত্মা গান্ধী শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনকে রূপ দেননি, বরং এশিয়া ও আফ্রিকার অনেক দেশে উপনিবেশ বিরোধী সংগ্রামকেও অনুপ্রাণিত করেছিলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, শান্তি, অহিংসা, সহনশীলতা এবং পরিবর্তনের শক্তি হিসেবে বোঝার প্রতি গান্ধীজির অটুট বিশ্বাস ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়কার মতোই আজও প্রাসঙ্গিক। এটি গান্ধীজির আদর্শ এবং মূল্যবোধের সার্বজনীনতা নিশ্চিত করে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিবছর তাঁর জন্মবার্ষিকীকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও চিহ্নিত করে। সন্ত্রাসবাদের মতো বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার শিক্ষার প্রাসঙ্গিকতাকেও তুলে ধরে।

১৮৬৯ সালের ২ অক্টোবর  মোহনদাস মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন। প্রতিবছর ভারতে এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এছাড়া ২ অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও বিশ্বজুড়ে উদযাপিত হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।