ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক 

ঠাকুরগাঁও: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে ঠাকুরগাঁও সীমান্তে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০২ অক্টোবর) ভোরে জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নের চান্দের হাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেন রায়ের ছেলে নিশিত রায় (৩৫), একই জেলার বিরল থানার বাশীডাঙ্গা গ্রামের মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের ওবাইদুর রহমান (৫৫) ও একই উপজেলার ইন্দ্রইল গ্রামের সামসুদ্দিনের ছেলে ওবায়দুল রহমান (৩৫)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে চান্দের হাট সীমান্তের ৩৩৩/৩ এস পিলারের কাছ থেকে ওই চার বাংলাদেশি ব্যক্তিকে আটক করে বিজিবি।  

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, আটক চার বাংলাদেশিকে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের নামে পীরগঞ্জ থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশের ১১(১)(ক) ও ১১(২) ধারায় মামলা করেছে বিজিবি।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।