ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ওই কলেজছাত্র উপজেলার গুণবতী ইউনিয়নের কৈতরা গ্রামের মো. খালেদ হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ফুফা মিলন হোসেন মাস্টার।

শুক্রবার ( ৪ অক্টোবর) গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সানজিদের ফুফা গুণবতী হাইস্কুলের শিক্ষক মিলন হোসেন মাস্টার জানান, গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশে ফুফুর বাড়িতে কথা বলে বাড়ি ফিরছিলেন সানজিদ। পথিমধ্যে গুণবতী রেলস্টেশনে (৪নং লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখে রেললাইনের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় (স্টেশনের ২নং লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের অপর একটি ট্রেনের মুখে পড়ে যায় সানজিদ। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, স্টেশন থেকে একটু দূরে সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ নিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।