ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে আহত বাংলাদেশি, বিএসএফ গ্রেনেড মেরেছে অভিযোগ স্থানীয়দের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
হিলি সীমান্তে আহত বাংলাদেশি, বিএসএফ গ্রেনেড মেরেছে অভিযোগ স্থানীয়দের

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে মিঠু হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া হ্যান্ড গ্রেনেডে তিনি আহত হয়েছেন।

তবে এখনো এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন সীমান্ত পিলারের ১১ নম্বর সাবপিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।  

ঘটনার পর আহত মিঠুকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন সঙ্গে থাকা সবুজ নামে এক যুবক।  


স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিলে বিষয়টি জানাজানি হতে পারে, তাই মাইক্রোবাসে করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে গোপনে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী ধরন্দা (ফকির পাড়া) গ্রামের ইস্কেন্দার আলীর ছেলে মিঠু হোসেন এবং একই মহল্লার আক্কাস আলীর ছেলে সবুজ হোসেন (৩০) শনিবার রাতে মাদক আনতে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর ভারত থেকে মাদক নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। এতে মিঠু গুরুতর আহত হন। সঙ্গে থাকা সবুজ আহত মিঠুকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাড়ি আসেন। বিষয়টি গোপন রাখতে পরিবারে সদস্যরা ওই রাতে মাইক্রোবাসে করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন মিঠুকে।

আহত মিঠুর স্ত্রী খাদিজা আক্তার রিক্তা বেগম জানান, এখানকার ডাক্তারকে দেখালে প্রশাসন বিষয়টি জেনে যেত। তাই তাকে রাতেই রংপুরে নেওয়া হয়। তার মাথার পেছনের অংশে মারাত্মক আঘাত লেগেছে। ডাক্তার বলেছে তাকে ঢাকায় পাঠাতে হবে।  

জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলন, বিষয়টি শুনেছি। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।