ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়ায় বন্ধুর গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
অস্ট্রেলিয়ায় বন্ধুর গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত 

লক্ষ্মীপুর: অস্ট্রেলিয়ায় গাড়ির ধাক্কায় মো. ইসমাইল হোসেন নামে (৩৫) এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।  

রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সিডনি শহরে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইসমাইল হোসেন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার মো. আমানত উল্লাহর ছেলে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই আবদুল লতিফ। তিনি জানান, ইসমাইল তার এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসার সামনে ড্রাইভিং চালানো শিখছিলেন। এ সময় তার বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল মারা যান।  

তিনি আরও জানান, ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলোজিতে যান। তার মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।