ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশ, পরে ফেরার পথে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
ভারতে অনুপ্রবেশ, পরে ফেরার পথে আটক ২

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে দেশে ফেরার পথে দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী এ তথ্য জানান।

আটকরা হলেন, জেলার নবীগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের অধির সূত্রধরের ছেলে মাধাই সূত্রধর (২৫) ও নিকেল সূত্রধরের ছেলে নিলয় সূত্রধর (১৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধাই ও নিলয় গত ৫ জুন চুনারুঘাটের কেদারকোট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। কেদারকোট গ্রামের গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল আলিম (৪৩) টাকার বিনিময়ে এ দুজনকে দেশে প্রবেশের সুযোগ করে দেন।

পরে গত রোববার রাত ১১টা ৪০ মিনিটে একই সীমান্ত দিয়ে ভারত থেকে  অবৈধভাবে দেশে ফেরার সময় বিজিবির বাল্লা (কেদারকোট) সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। দুজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার আটক দুজনসহ পলাতক ‘আদম বেপারি’র নামে পাসপোর্ট আইনে মামলা দেওয়া হয়। আটকদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী আরও জানান, বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে। এ দুজনসহ গত তিন দিনে নয়জনকে আটক করা হলো। তাদের মধ্যে তিন নারীর সঙ্গে তিন শিশু সন্তানও রয়েছে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।