ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জেলে ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুর রাজ্জাক শেখ (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  

বুধবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক শেখ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত নবাব আলী শেখের ছেলে।

নিহতের ভাই কুদ্দুস মেম্বার বলেন, দুপুরে রাজ্জাকসহ ২ জন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে ঘটনাস্থলে রাজ্জাকের মৃত্যু হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।