ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

 ভুঞাপুরে সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
 ভুঞাপুরে সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের উপজেলার কষ্টাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইফুল কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে।  

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, ঢাকায় মাংসের ব্যবসা করতেন সাইফুল। বুধবার রাতে তার বাড়িতে আসার কথা থাকলেও আসেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।