ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বার্মিজ গরু-মহিষ আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বার্মিজ গরু-মহিষ আটক 

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ৮টি বার্মিজ গরু ও ৯টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৯ অক্টোবর) বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১বিজিবি) অধীনস্থ সীমান্ত এলাকা ফুলতলী, লেম্বুছড়ি, জারুলিয়াছড়ি এবং ভালুখাইয়া বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৮টি বার্মিজ গরু ও ৯টি মহিষ আটক করতে সক্ষম হয়।

এর মধ্যে ফুলতলী বিওপির টহলদল ৩টি গরু ও ৩টি মহিষ, লেম্বুছড়ি বিওপির টহলদল ৫টি মহিষ, জারুলিয়াছড়ি বিওপির টহলদল ৩টি গরু এবং ভালুখাইয়া বিওপির টহলদল ২টি গরু ও ১টি মহিষ আটক করে। আটক গবাদি পশুর আনুমানিক সিজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা।

গবাদি পশুগুলো স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।