ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হেলমেট ছাড়া চালাচ্ছিলেন বাইক, অটোরিকশার ধাক্কায় গেল প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
হেলমেট ছাড়া চালাচ্ছিলেন বাইক, অটোরিকশার ধাক্কায় গেল প্রাণ

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় অটোরিকশার ধাক্কায় মো. তোহা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে জামাদারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তোহা বগুড়ার শাজাহানপুর উপজেলার শালিকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হেলমেট না পড়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তোহা৷ অন্যদিকে জামাদারপুকুর এলাকায় অটোরিকশা ঘোরাচ্ছিলেন চালক। এসময় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে দুই চালকই গুরুতর আহত হন। এ অবস্থায় দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তোহাকে মৃত ঘোষণা করেন।

কুন্দরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, তোহার মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।