ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধপথে ভারতে পালানোর চেষ্টা, পাচারকারীসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
অবৈধপথে ভারতে পালানোর চেষ্টা, পাচারকারীসহ আটক ৩

দিনাজপুর: দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের পালানোর চেষ্টাকালে মানবপাচারকারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের সদস্যরা।  

জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাতদাগ (কান্দাপাড়া) নামক স্থানে এনায়েতপুর বিওপির সীমান্ত পিলার ৩২১/৯-এস এর কাছে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) মধ্য রাতে তাদের আটক করা হয়।

 

বুধবার (১৬ অক্টোবর) আটকদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।  

আটকরা হলেন- বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর কান্দাপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে মানবপাচারকারী হেলাল পারভেজ পায়েল (২৭), জেলার বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া মানিকপুর গ্রামের মৃত কান্ত দেবের ছেলে বিরেন ভদ্র (৪০)।

এদিকে বিরল উপজেলার পরমেশ্বরপুর বিওপি থেকে নোনা গ্রাম নামক স্থান থেকে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ভারতি (৪৫) নামে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়। তিনি দিনাজপুর সদর উপজেলার বরবন্দর নতুন পাড়ার মৃত হরি পদ রায়ের মেয়ে।

এ বিষয়ে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের মঙ্গলবার মধ্যরাতে সীমান্ত থেকে আটক করা হয়। বুধবার বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মানবপাচারকারী এবং পাসপোর্ট আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।