ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসররা, সরকারকে বিতর্কিত করতে চলছে ষড়যন্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসররা, সরকারকে বিতর্কিত করতে চলছে ষড়যন্ত্র

বান্দরবান: প্রশাসনে তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরশাসকের নিয়োগকৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত দলীয় দোসররা এখনও বহাল তবিলতে থাকায় তারা বর্তমান সরকারকে বিতর্কিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।  

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতারা।

এসময় সাংবাদিকসহ সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা এবং একটি সুন্দর বাংলাদেশ, সব ক্ষেত্রে দুর্নীতিমুক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পাশে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে ছাত্রসমাজের নেতারা আরও জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন না হওয়ায় জেলা পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে সাধারণ জনগণ স্বাভাবিক সেবো থেকে বঞ্চিত হচ্ছে। জেলা পরিষদের আওতায় ২৮টি ন্যস্ত বিভাগ রয়েছে। তবে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বর্তমানে পলাতক থাকায় এই বিভাগগুলোর কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বান্দরবান জেলা প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, হাবিব আল মাহমুদ, আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।