ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত নয়: গণফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত নয়: গণফোরাম

ঢাকা: আটটি দিবস বাতিল প্রসঙ্গে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের দল গণফোরাম মনে করে, জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত নয়।

শনিবার (১৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে শেষে যমুনার গেটে গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আটটি দিবস বাতিল করা বিষয়ে এক প্রশ্নে মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের বলেন, জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত নয়।

এর আগে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে দলটির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নেন। নয় সদস্যের প্রতিনিধিদলে ছিলেন গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু, কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম।

গণফোরাম অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে মোস্তফা মহসীন বলেন, এ সরকার জনগণের সরকার। এ সরকারকে রক্ষার স্বার্থে; অর্থাৎ আমাদের নিজেদের রক্ষার স্বার্থে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন করতে হবে।

গণফোরামের এই নেতা বলেন, আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করব। তিনি (প্রধান উপদেষ্টা) যেকোনো বিষয়ে আমাদের সহযোগিতা চাইবেন। আমরা যেটা উপলব্ধি করব, সেটাই পরামর্শ দেব।

নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলাপ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মোস্তফা মহসীন বলেন, আমরা সুনির্দিষ্ট কোনো সময় বলিনি। বলেছি অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা। তবে নির্বাচনের আগে সংস্কার করতেই হবে। সংস্কারের আগে নির্বাচন নয়।

মোস্তফা মহসীন বলেন, সংলাপে বাজারে পরিস্থিতি নিয়ে জোর দেওয়া হয়েছে। সিন্ডিকেটকে অবশ্যই ভাঙতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।