ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের ফের  সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের ফের  সড়ক অবরোধ সড়ক অবরোধ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।  

সোমবার (২১ অক্টোবর) ওই স্কুলের শিক্ষার্থীরা সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় অবরোধ করে।

এসময় সড়কের দুপাশে গাড়ির জট লেগে যায়।  

উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের পদত্যাগের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে রাস্তার দুপাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। কিছুদিন আগেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

পরে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে দেন। এতে করে তিন ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।