ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনা, ২ বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনা, ২ বন্ধু নিহত

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাদের আরেক বন্ধু সীমান্ত (১৯)।

নিহতরা হলেন- উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে পার্থ শীল (২০) ও পাঁচ্চর গোয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে অয়ন (২০)। তারা তিনজনই ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।  

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, দুপুরে সূর্যনগর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রিটেস্ট পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পার্থ ও অয়ন।  

পথে এক্সপ্রেসওয়ের গার্ড রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন তাদের আরেক বন্ধু সীমান্ত। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।  

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. হাফিজুল্লাহ মিয়া বলেন, খবরটি পেয়েছি। খুবই দুঃখজনক। ওরা প্রিটেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।