ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোবায় পড়েছিল মোটরসাইকেল, পাশেই মিলল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ডোবায় পড়েছিল মোটরসাইকেল, পাশেই মিলল যুবকের মরদেহ

সিলেট: সিলেটের ওসমানীনগরে সড়কের পাশে থেকে রুহুল আমিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার তাজপুর খাশিকাপন-সিলমানপুরের মধ্যবর্তী এলাকার সড়কের পাশে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাশেই পড়েছিল একটি মোটরসাইকেল।

পুলিশের ধারণা অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।  

স্থানীয়রা জানান, রাস্তার পাশে দুর্ঘটনা কবলিত একটি মোটরসাইকেল (সিলেট মোট্রো-ল-১২-২১৫৪) পড়ে থাকতে দেখে আশপাশে দুর্ঘটনা কবলিত আরোহীর সন্ধান করতে গিয়ে রুহুল আমিনের নিথর দেহ পার্শ্ববর্তী একটি ডোবা থেকে উদ্ধার করেন। এ সময় মোটরসাইকেলের পাশে নিহতের ব্যবহৃত হেলমেট, মানিব্যাগ পড়েছিল। উপস্থিত লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মোনায়েম মিয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেলের সামনে-পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পাশেই নিহতের ব্যবহৃত মানিব্যাগ, হেলমেট পড়েছিল। ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছিটকে একটি ডোবায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। তাছাড়া স্বজনরা এসে রুহুল আমিনের মরদেহ শনাক্ত করেছেন। ঘটনাটি শেরপুর হাইওয়ে পুলিশ দেখছে। তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এনইউ/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।