ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীর সাবেক মেয়র হারিছুর গ্রেপ্তার, ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
গৌরনদীর সাবেক মেয়র হারিছুর গ্রেপ্তার, ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল

বরিশাল: রাজধানীর রামপুরা থেকে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবরে হারিছুরের ফাঁসির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।

 

নির্যাতিত জনতার ব্যানারে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মিছিল করা হয়। পরে হারিছুরের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।  

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া প্রমুখ।  

এ সময় বক্তারা সাবেক মেয়র হারিছকে গৌরনদী-আগৈলঝাড়ার সন্ত্রাসের গডফাদার আখ্যায়িত করে ফাঁসির দাবি জানান।

স্থানীয়রা জানান, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে গৌরনদীতে আলাদা পরিচিতি ছিল সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের। সেই প্রভাবে দাপুটে ভাব নিয়ে এক আধিপত্য গৌরনদীতে বিরাজ রাখতো। ফলে তার বিরুদ্ধে নিজ দলীয় নেতাকর্মীরাও অবস্থান নেওয়ার সাহস পেতেন না।  

গত আওয়ামী লীগ সরকারের আমলে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন করে এলাকা ছাড়া করার পাশাপাশি নিজ দলের নেতাকর্মীদেরও অত্যাচার-নির্যাতন করার অভিযোগ রয়েছে।
 

মঙ্গলবার ভোরে রাজধানীর রামপুরা এলাকা থেকে হারিছুর রহমান হারিছকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া।

তিনি জানান, হারিছের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন যাবত খুঁজছিল। মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরায় আত্মগোপনে থাকা হারিছকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।  

তিনি আরও জানান, গ্রেপ্তার হারিছুর রহমানকে বরিশালে নিয়ে আসা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।