ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে ৮ বাংলাদেশি আটক   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে ৮ বাংলাদেশি আটক
  

হবিগঞ্জ: ভারতে অনুপ্রবেশ করার সময় আট বাংলাদেশি নাগরিককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 
মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাদিকুর রহমান বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন।
 
আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়ার পরিমল সরকার, তাপস সরকার, স্বপন সরকার ও দুর্জয় মজুমদার, চট্টগ্রামের বেচন দাস, মনপুরী দাস ও মঙ্গল দাস।
 
এএসআই সাদিকুর জানান, মঙ্গলবার ভোরে আটজন মাধবপুরের সন্তোষপুর ও ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সরাইল ও হবিগঞ্জ ব্যাটালিয়ন আলাদাভাবে আভিযান চালিয়ে তাদের আটক করে।
 
আটক কারো কাছে পাসপোর্ট ছিল না। পরে পাসপোর্ট আইনে আলাদা দুটি মামলা দিয়ে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।