ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তের হামলায় নিখোঁজ, পদ্মায় মিলল এএসআই মুকুলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
দুর্বৃত্তের হামলায় নিখোঁজ, পদ্মায় মিলল এএসআই মুকুলের মরদেহ

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে নিখোঁজের তিন দিন পর আরেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনার সুজানগর থানার নাজিরপুর এলাকায় পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে নদী থেকে আরেক এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়।

পাবনার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান,  সকালে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। কুমারখালীতে এনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ছয়জন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এসময় অবৈধভাবে জাল ফেলে ইলিশ ধরছিলেন জেলেরা। পরে পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে এলে তাদের ওপর হামলা চালায় জেলেরা। এসময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন।  

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।