ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক

রাজশাহী: টানা দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে আবারও বাস চলাচল স্বাভাবিক হয়েছে।  

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এই রুটে ফের যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়।

মোটর শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুই দিন আন্তঃজেলা রুটটিতে বাস বন্ধ ছিল।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) সকালে হঠাৎ করেই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এ ক’দিন দুই জেলার যাত্রীরা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা করে চলাচল করেন।

প্রায় ৬০ কিলোমিটার দূরত্বের দুই জেলায় যাতায়াতে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া গুণতে হয় সাধারণ যাত্রীদের। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মধ্যস্থতায় বিকেল থেকে ফের বাস চলাচল শুরু হয়।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানিয়েছেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের উদ্যোগে বিষয়টির সুরাহা হয়েছে। বুধবার দুপুরে বিবদমান এ দুই জেলার শ্রমিক নেতাদের নিয়ে তার কার্যালয়ে আলোচনায় বসেন। তার উদ্যোগে দুই জেলার শ্রমিকদের মধ্যে যে, ঝামেলা হয়েছিল তা মীমাংসা করে দেওয়া হয়। সেখানে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত হয়। এরপর বিকেল থেকে আবারও বাস চলাচল শুরু করা হয়েছে।

আরও পড়ুন>>
শ্রমিকদের মারধরের পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।