ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে দিনমজুরের বসত ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
লক্ষ্মীপুরে দিনমজুরের বসত ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর টুমচর গ্রামের বটতলা এলাকায় এনায়েত উল্যা নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে গেছে।  আগুনে নতুন নির্মিত বসত ঘর এবং ঘরে থাকা ফার্নিচারসহ মালামাল সব ছাই হয়ে গেছে।

ফলে নিঃস্ব হয়ে পড়েছেন এনায়েত উল্যার পরিবার।

ঘর এবং আসবাবপত্র বাবদ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তাদের অভিযোগ- এটি কোনো দুর্ঘটনা নয়, দুর্বৃত্তরা বসতঘরটিতে আগুন লাগিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এনায়েত উল্যা ও তার তিন ছেলে দিনমজুর। কিছুদিন আগে অনেক কষ্ট করে ঘরটি নির্মাণ করেছেন তিনি। ঘরটি পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন।

এনায়েত উল্যা জানান, পুরাতন বাড়িতে তাদের বসতঘর রয়েছে। কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় বাড়ির পাশে জমি কিনে প্রায় ছয় মাস আগে টিনসেড নতুন একটি বসত নির্মাণ করেন। গত সোমবার তার বড় ছেলে আজাদকে বিয়ে করিয়েছেন তিনি। নতুন বউকে নিয়ে ওই ঘরে থাকার কথা ছিল ছেলের। কিন্তু বিয়ের পরদিন দুর্বৃত্তরা ঘরটি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি৷

তিনি বলেন, কৃষিকাজ এবং দিনমজুরি করে খুবই কষ্টে টাকা জোগাড় করে ঘরটি করেছি। ঘর পুড়ে যাওয়ায় এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি। নতুন করে ঘর তৈরি করা এবং ঘর সাজানোর মতো অবস্থা আমাদের নেই।  

এনায়েত উল্যার স্ত্রী অহিদা বেগম বলেন, বাড়িতে থাকার ঘরে জায়গা সংকুলান না হওয়ায় বাড়ির পাশে জমি কিনে ঘর তৈরি করি। ওই ঘরে বড় ছেলে তার নতুন স্ত্রীকে নিয়ে থাকার কথা ছিল৷ কিন্তু বিয়ের একদিন পরেই ঘরটি পুড়িয়ে দিয়েছে।

এনায়েত উল্যার ছেলে মো. শাহাদাত বলেন, এলাকার কারো সঙ্গে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই। কিন্তু আমাদের ঘরের আশপাশের এলাকা একেবারে নির্জন। এখানে বখাটেদের উৎপাত ছিল। মাদক সেবন এবং জুয়া খেলতো বখাটেরা। আমরা ঘর নির্মাণ করাতে তাদের এসব কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটেছে। তারা হয়তো ক্ষিপ্ত হয়ে ঘরটি জ্বালিয়ে দিতে পারে।

তিনি বলেন, আমাদের পরিবারটি একেবারে অসহায়। নতুন করে ঘর নির্মাণ করা সম্ভব নয়। সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা কামনা করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য অলি উল্যা বলেন, দুর্বৃত্তরা অসহায় এনায়েত উল্যার ঘরটি পুড়িয়ে দিয়েছে। এতে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

তিনি বলেন, ওই এলাকার বখাটেদের উৎপাত ছিল। তাদের মধ্যে কেউ হয়তো ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।